#অফবিট নিউজ ডেস্কঃ ভারতীয় রেল হচ্ছে পৃথিবীর মধ্যে দ্বিতীয় সর্ব বৃহৎ রেল ব্যবস্থা। আর এই রেল ব্যবস্থা ভারতের প্রাণ কেন্দ্রও বটে। প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করেন এই ট্রেনে চড়ে। তবে ভারতীয় রেল শুধু যে বিশ্বের দ্বিতীয় সর্ব বৃহৎ রেল ব্যবস্থা তা নয় পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও বেশ সুনাম রয়েছে ভারতীয় রেলের।
তবে এমও কিছু স্টেশন যেগুলো ভারতের সবচেয়ে নোংরা স্টেশন। সম্পতি উঠে এসেছে ভারতের সবচেয়ে ৮ নোংরা স্টেশনের তথ্য। যেখানে গেলে একেবারে অন্নপ্রাশনের ভাত উঠে আসতে বাধ্য হবে যে কারোরই। কারণ স্টেশন গুলো খুবই নোংরা ও অপরিচ্ছন্ন।
ভারতের সবচেয়ে নোংরা ৮ এই স্টেশন গুলো।
১) তালিকায় প্রথম স্থানে রয়েছে পেরুঙ্গালাথুর রেলওয়ে স্টেশন। রিপোর্ট অনুযায়ী, এই স্টেশনটি তামিলনাড়ুর রাজ্যে অবস্থিত। রেল স্বচ্ছ পোর্টাল অনুসারে, পেরুঙ্গালাথুর স্টেশন এতোটাই নোংরা যে এ জন্য বেশিরভাগ মানুষই এই স্টেশন দিয়ে যাতায়াতে করেন না।
২) কেরালার ওটাপ্পালাম রেলস্টেশন হল ভারতের সবচেয়ে নোংরা স্টেশন গুলির মধ্যে একটি। এ রেলস্টেশনটি এতোই নোংরা যে এটি সবচেয়ে নোংরা রেলস্টেশন বলে বিখ্যাত।
৩) ইউপির শাহগঞ্জ রেলস্টেশন। এখানে পা রাখাই দুষ্কর। কারণ এটিই সবচেয়ে নোংরা রেলস্টেশন নামে পরিচিতি পায়।
৪) দিল্লির সদর বাজার পণ্য পরিবহনের জন্য বিখ্যাত সারা বিশ্বে। তবে এখানকার রেলস্টেশন গুলো নোংরায় ভর্তি চারিদিক।
৫) কানপুর সেন্ট্রাল, এ রেলস্টেশনটিও দিল্লির সদর বাজার রেলস্টেশন গুলোর মতোই নোংরা। রেল স্বচ্ছ পোর্টাল অনুযায়ী, পরিচ্ছন্নতার কারণে এ রেলস্টেশনটি নিয়ে কৌতুহল থাকে মানুষের মনে।
৬) বিহারে একটি স্টেশন হলো আরারিয়া রেলস্টেশন। এই রেলস্টেশন এতোটাই নোংরা যে মানুষ এ রেলস্টেশনটিকে এড়িয়ে চলেন।
৭) ওটাপল্লম রেলস্টেশন। এটি দক্ষিণ ভারতের অন্যতম একটি নোংরা রেলস্টেশন। এই রেলস্টেশন কেরালায় অবস্থিত।
৮) উত্তর প্রদেশের আরেকটি নোংরা রেলস্টেশন হলো খুরজা রেল স্টেশন। এই রেলস্টেশনটির প্ল্যাটফর্ম থেকে ট্র্যাক সব কিছুই নোংরা।
#আরো পড়ুনঃ India-র ফুল ফর্ম কি? রথী মহারথীরাও এর উত্তর জানেন না