#নিউজ ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা তানিয়া হারবার্ট। সম্প্রতি নিজের বিশাল আকৃতির পায়ের জন্য তার নাম গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করা হয়েছে। তানিয়ার পায়ের আকৃতি এতোটাই বড় যে পৃথিবীতে আর কোন নারী বা পুরুষের এতো বড় পা নেই। এ জন্য তানিয়াকে পায়ের আকৃতির সাইজের জুতো খুঁজে পেতে তাকে বেশ হিমসিম খেতে হয়।
হারবার্ট তানিয়ার ডান পায়ের পরিমাপ প্রায় ৩৩.১সেমি (১৩.০৩ ইঞ্চি) এবং তার বাম পা ৩২.৫ সেমি অর্থাৎ ১২.৭৯ ইঞ্চি। এজন্য তাকে ১৮ নম্বরের জুতো পড়তে হয়। এখানেই শেষ নয়, তানিয়ার উচ্চতা প্রায় ৬ ফুট ৯ ইঞ্চি। যা পৃথিবীর সবচেয়ে লম্বা জীবিত মহিলা তুর্কি রুমেসা গেলগির উচ্চতার চেয়ে মাত্র ৩ ইঞ্চি কম। রুমেসা গেলগির উচ্চতা ৭ ফিট ০.৭ ইঞ্চি।
গিনেজ বুকের দেওয়া তথ্য অনুযায়ী, ১৮ নম্বরের জুতো খুঁজে পেতে বেশ হিমসিম খেতে হয় তানিয়াকে। এমনকি জুতো কিনতে দোকানে গেলে দোকানদারও অবাক হয়ে যান তানিয়ার পা দেখে। এ জন্য দোকানে যেতে একদমই পছন্দ করেন না তানিয়া। সংবাদ মাধ্যমকে তানিয়া জানিয়েছেন, ছোট বেলায় যখন তিনি হাই স্কুলে ছিলেন তখন থেকেই তার পা ধীরে ধীরে বাড়তে থাকে। পাশাপাশি শারীরিক উচ্চতার কারণে মা-বাবা উৎসাহ দিত তানিয়াকে। এজন্য অতিরিক্ত উচ্চতা এবং সাথে পায়ের বৃদ্ধিকে কখনোই খারাপ হিসেবে দেখেননি তানিয়া।
সংবাদ মাধ্যমকে তানিয়া জানিয়েছেন, এতো বড় পায়ের জন্য সবসময়ই তিনি বড় সাইজের জুতো খোঁজেন। বিশেষ করে পুরুষদের লোফার সু এবং টেনিস জুতো কিনে থাকেন তিনি। এবং সেগুলোকে একটি লম্বা করে পড়েন তিনি। সংবাদ মাধ্যমকে তানিয়া বলেন, নারীরা কেবল ১২ বা ১৩ নম্বর জুতোর জন্য লড়াই করে থাকে। কিন্তু আমার লড়াই ১৮ নম্বর নিয়ে। তানিয়ার মতে, বাজারে সহজেই পুরুষদের আকারের জুতো খুঁজে পাওয়া যায়, কিন্তু মহিলাদের ক্ষেত্রে এটি অসম্ভব এবং অত্যন্ত ব্যয়বহুল।
এজন্য তানিয়া চাইছেন জুতো প্রস্তুতকারক সংস্থা গুলো একটু বড় সাইজের জুতো তৈরি করুক।
#আরো পড়ুনঃ বিয়ে না করে জীবন কাটাতে চাইলে একজন পুরুষ জীবনে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন, জানেন?