#নিউজ ডেস্কঃ বলা হয়ে থাকে দাড়ি দিয়েই নাকি পুরুষ চেনা যায়। পুরুষের সৌন্দর্য নাকি তাদের দাড়িতে। তবে আমেরিকার ওয়াইমিংয়ের বাসিন্দা ৩ ব্যক্তি তাঁদের দাড়ি দেখিয়েই চমকে দিয়েছেন সকলকে। ওই ৩ জনের দাড়ির মোট দৈর্ঘ্যে ১৫০ ফুট। আমেরিকার ওয়াইমিংয়ে আয়োজিত একটি প্রতিযোগিতায় ‘বিয়ার্ড চেন’ তৈরি করেছেন ওই ৩ জন। আর তা দেখেই চমকে গিয়েছেন সকলে।
প্রতিযোগিতায় দেখা গিয়েছে ৩ জন দাঁড়িয়ে আছেন সারিবদ্ধভাবে। এবং একে অপরের সঙ্গে বাঁধা রয়েছে তাদের দাড়ি। তাঁদের মিলিত দাড়ির দৈর্ঘ্য দাঁড়িয়ে ১৫০ ফুটে। শুধু তাই নয়, এরই সাথে ওই ৩জন তৈরি করে ফেলেছেন বিশ্ব রেকর্ড (World record)। যদিও অতীতে লম্বা দাড়ির খেতাব রয়েছে। অতীতে সবচেয়ে লম্বা দাড়ির খেতাব ছিল ৭০ ফুট।
১৫০ ফুট ‘বিয়ার্ড চেন’ তৈরি করার জন্য প্রতিযোগিতার আসরে ৩০ সেকেন্ড ধরে পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন ওই ৩ ব্যক্তি। আমেরিকার ওয়াইমিংয়ে বসেছিল ‘ন্যাশনাল বিয়ার্ড অ্যান্ড মুস্টাচ চ্যাম্পিয়নশিপের এ আসর। এ প্রতিযোগিতায় অংশ নেওয়া ওই ৩জন ব্যক্তিদের মধ্যে একজন যার নাম জন আব্রাহাম, তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,এ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি। আমরা একটা রেকর্ড তৈরি করলাম।
জানা গেছে, এর আগে ২০০৭ সালে জার্মানির একটি ক্লাবের সদস্যরা ২০ জন মিলে একবার একটি ‘বিয়ার্ড চেন’ তৈরি করেছিলেন। তাঁদের বিয়ার্ড চেনের সে সময় দৈর্ঘ্য ছিল ৬২ ফুট ২ ইঞ্চি। কিন্তু বর্তমানে আব্রাহাম এবং তার দুই বন্ধুর বিয়ার্ড চেনের দৈর্ঘ্য ছিল ১৫০ ফুট। তারা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ফেলেন।
#আরো পড়ুনঃ রুপে গুনে সরস্বতী, বিরাট কোহলির মতো বউ পেতে হলে কী কী গুণ থাকতে হবে আপনার মধ্যে?