Friday, November 22, 2024

মধ্যরাতে সিগারেট খাচ্ছিলেন বারান্দায় বসে, আকাশ থেকে মাটিতে এসে পড়ল পাথর, ভাগ্য খুলে গেল যুবকের

নর্থ ওয়েলসের রেক্সহামের বাসিন্দা ৩৪ বছর বয়সী টনি হুইল্ডিংয়। মধ্যরাতে সিগারেট খাচ্ছিলেন বারান্দায় বসে। হঠাৎই আকাশ থেকে উজ্জ্বল কিছু একটা পড়তে দেখেন টনি। উজ্জ্বল ও জ্বলন্ত বস্তুটি যেন তাঁর দিকেই এগিয়ে আসছিল। মুহুর্তেই ভয় পেয়ে যান টনি। কিন্তু সৌভাগ্যবশত উজ্জল ও জলন্ত ওই বস্তুটি টনির গায়ে না পড়ে গিয়ে পড়ে পাশের একটি গর্তে।

এরপর ভয়ে ভয়ে সেই গর্তের দিকে এক পা দুই পা করে এগিয়ে যেতে থাকেন টনি। সেই জলন্ত বস্তুটিকে দেখে এরপর চোখ কপালে উঠে যায় তার।

সংবাদ মাধ্যমকে টনি জানিয়েছেন, প্রচন্ড ডিপ্রেশনের কারণে সেদিন বারান্দায় বসে সিগারেট খাচ্ছিলেন তিনি। আকাশ থেকে ওই জলন্ত বস্তুটিকে পড়তে দেখে তিনি ভাবছিলেন সেটি হয়তো তার গায়ে এসে পড়বে। টনি বলেন, পাশের গর্তে পাথরটি এসে পড়তেই সেটি দেখার জন্য এগিয়ে যান তিনি। টনি বলেন, পাথরটি ছিল একটি উল্কা। যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সংবাদ মাধ্যমকে টনি বলেন, তিনি মহাকাশ থেকে উল্কা পড়ার বিষয়ে অনেক পড়াশোনা করেছেন। তবে তিনি কখনও ভাবতে পারেনি যে এই উল্কাই একদিন তার বাড়ির উঠোনে এসে পড়বে। টনি বলেন, উল্কাটির ওজন ছিল ১ কিলোর মতো।

#আরো পড়ুনঃ লজ্জায় কাউকে কিছু বলতে পারেননি, ৪ মাস পর ব্যক্তির মলদ্বার থেকে বের করা হল স্টিলের গ্লাস

আপনার জন্য
WhatsApp Logo