#নিউজ ডেস্কঃ সামনেই এগিয়ে আসছে কালি পূজো এবং ছট পূজো। এমতাবস্থায় পরিবারের সাথে উৎসব পালনের জন্য বাড়ি ফিরে আসার হিড়িক বহু মানুষের। তাই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ট্রেনের টিকিট কাটা। যারা ট্রেনে করে আসবেন তারা অবশ্যই সাথে করে মাল সামগ্রি (লাকেজ) নিয়ে আসবেন। কিন্তু আপনি কি জানেন? একটি টিকিটে একজন যাত্রী সর্বোচ্চ কতো বেশি ওজনের মাল বহণ করতে পারবেন?
যদিও স্লিপার কোচ, টায়ার-২ কোচ এবং প্রথম শ্রেণির কোচে লাগেজ বহনের জন্য ভারতীয় রেলওয়ে বোর্ডের দ্বারা নিয়ম নির্ধারণ করা আছে। এবার সেই নিয়মে কিছুটা পরিবর্তন এসেছে। তাই এর বেশি মাল বহন করতে গিয়ে ধরা পড়লে আপনাকে কিন্তু ভারী জরিমানা করা হতে পারে।
কত বেশি মাল সামগ্রি নিতে পারবেন?
ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, একজন যাত্রী একটি স্লিপার কোচে সর্বোচ্চ ৪০ কেজির লাগেজ বহন করতে পারবেন। যদি দু’জন থাকেন তাহলে ৮০ কেজি। অন্যদিকে টায়ার-২ কোচের যাত্রীরা ৫০ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবেন (প্রতি ব্যক্তি)। তবে যারা প্রথম শ্রেণীর কোচে ভ্রমণ করবেন তারা ৭০ কেজি পর্যন্ত লাগেজ নিতে পারবেন।
এর বেশি মাল নিলে জরিমানাঃ
নিয়ম নির্ধারণের বাহিরে কেউ অতিরিক্ত মাল সামগ্রি বহন করলে তাকে ৫০০ কিলোমিটারের জন্য ৬০০ টাকা জরিমানা করা হবে। এ জরিমানা দূরত্বের ভিত্তিতে করা হয়। তবে সাথে অতিরিক্ত মাল থাকলে সেটি লাগেজ বগিতে জমা করতে হবে এবং সেই অনুযায়ী টাকা দিতে হবে। আর তা না করলে জরিমানা।
#আরো পড়ুনঃ একজোড়া চপ্পলের দাম ৯ হাজার টাকা, বিলাসবহুল কম্পানির বিলাসবহুল চম্বল, কেনার হিড়িক সর্বত্র