#নিউজ ডেস্কঃ সাধারণত একটি লাড্ডুর দাম কতো হতে পারে? জোর গেলে ১০-১২ টাকা। কিংবা একটু ভালো মানের লাড্ডুর খোঁজ করতে গেলে সর্বোচ্চ ৫০ টাকা। কিন্তু আপনি শুনে অবাক হবেন। সম্প্রতি হায়দরাবাদের একটি লাড্ডু বিক্রি হয়েছে ২৮ লক্ষ টাকায়। গণেশ চতুর্থী উপলক্ষে হায়দরাবাদের বালাপুরে বানানো হয়েছিল ২১ কেজি ওজনের সেই বিশাল লাড্ডু।
লাড্ডুটি বিক্রি হয়েছে নিলাম করে। প্রথমে ১,১১৬টাকা থেকে দাম উঠেছিল সেই লাড্ডুর। এরপর প্রতিযোগিতায় ১০ জন অংশগ্রহণকারী দাম উপরে তুলতে তুলতে শেষ পর্যন্ত সেই লাড্ডুর দাম পৌঁছায় ২৬ লক্ষ ৬০ হাজার টাকায়। জানা যায়, ২১ কেজি ওজনের সেই বিশাল লাড্ডুটি ২৫ লক্ষ টাকায় কিনে নেন বেঙ্গেতি লক্ষা রেড্ডি (Bengeti Laksha Reddy) নামের এক ব্যক্তি।
তবে এই প্রথম নয়, হায়দরাবাদের বালাপুরে এর আগেও ২১ কেজি ওজনের আরো একটি লাড্ডু বানানো হয়েছিল। ২০২১ সালে তৈরি করা সেই লাড্ডু তখন বিক্রি হয়েছিল ১৯ লক্ষ টাকায়। বালাপুরে গণেশ পুজো উপলক্ষে প্রতি বছরই লাড্ডু বানানো হয় সেই গ্ৰামে। এরপর সেই লাড্ডু তোলা হয় নিলামে।
ঠিক তেমনি শুক্রবার ছিল ২১ কেজি ওজনের সেই লাড্ডুর নিলাম অনুষ্ঠান। প্রথমে লাড্ডুর দাম ১,১১৬ টাকা থেকে শুরু হলেও শেষ হয় ২৫ লক্ষ টাকায়। আর প্রতিবছরের ন্যায় এবছরও এতো দামে লাড্ডু বিক্রি করতে পেরে খুশি হয়ে যান গ্রামবাসীরা। তারা জানিয়েছেন, এ লাড্ডু তাদের জীবনের উন্নতি এবং পুজোতে এ লাড্ডু অনেক অবদান রাখে।
জানা গেছে, ১৯৯৪ সাল থেকে লাড্ডু বিক্রি হয়ে আসছে ওই গ্ৰামে। তাই বালাপুরে বিক্রি হওয়া ওই লাড্ডু গুলিকে অনেকেই বলে থাকেন সোনার লাড্ডু।