#লাইফস্টাইল ডেস্কঃ পেছনে মিট মিট করে আলো জ্বালিয়ে উড়তে দেখা যায় জোনাকি’দের। সাধারণত গরমের দিন গুলোতে এদের বেশি দেখা যায় উড়তে। যদিও শহর অঞ্চল গুলিতে এদের দেখা পাওয়া বেশ দুর্বিষহ ব্যাপার। তাই তো শহরের অনেক বাচ্চারা জানেই না আসলে এ জোনাকি পোকা কি! তবে আপনি কি জানেন জোনাকি পোকার পেছনে আলো জ্বলে কেন? এ আলোতে তাদের কি সুবিধা হয়?
জোনাকি পোকাদের দেহের পেছনের দিকে বক্স লাইটের মতো একটি জায়গা থাকে। আর ওই জায়গা থেকেই বের হয় মিট মিটে আলো। কারণ ওই বক্সের ভিতরে থাকে দুই ধরনের রাসায়নিক উপাদান। লুসিফেরেজ ও লুসিফেরিন নামক যৌগ থাকে ওই বক্স’তে। লুসিফেরেজ যৌগ’টি জোনাকিদের আলো উৎপাদনের প্রধান উৎস। অন্যদিকে লুসিফেরিনের কাজ হচ্ছে জোনাকি পোকার খাদ্য শক্তিকে কাজে লাগিয়ে আলো ও তাপশক্তি উৎপন্ন করা। বলতে গেলে অক্সিজেন, ক্যালসিয়াম, এডিনোসিন ট্রাইফোসফেট ও লুসিফেরিন মিলে এই আলো সৃষ্টি করে।
আসলেই কি এ আলো কোনো কাজে লাগে জোনাকিদের? একটি গল্পে বলা হয়েছিল, একবার এক জোনাকি শিশু হারিয়ে ফেলেছিল বাড়ি যাবার রাস্তা। এরপর সে তার আলোর সাহায্য বাড়ি ফিরতে পারে। আসলে জোনাকিদের পেছনে জ্বলতে থাকা এ আলো কোন কাজেই লাগে না তাদের। জানা গেছে, এ আলো জ্বলে থাকার পেছনে নাইট্রিক অক্সাইডেরও একটি বড় ভূমিকা রয়েছে।