#নিউজ ডেস্কঃ আমেরিকার ওমাহা প্রদেশের বাসিন্দা স্যাম কারি। যার ব্যাংক একাউন্টে গুগল থেকে আচমকাই পাঠানো হয়েছে ২ লক্ষ ৫০ হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় ২ কোটি টাকা। কিন্তু এতো বিপুল পরিমাণে টাকা কেন পাঠালো গুগল স্যামের ব্যাংক একাউন্টে? গোটা ঘটনায় নিজেও অবাক হয়ে গিয়েছেন ওই যুবক।
ব্যাংক একাউন্ট চেক করতে গিয়েই এতো বিপুল পরিমাণে টাকার সংখ্যা নিজের একাউন্টে দেখতে পান স্যাম। তবে তিনি এমন কোন কাজ করেননি যে গুগল তাকে এত টাকা পাঠাবে। এ টাকা বোধহয় ভুল করে পাঠানো হয়েছে গুগলের তরফ থেকে স্যামের একাউন্টে। তাই স্যাম একটি টুইট পোষ্ট করে টাকা ঢোকার বিষয়ে সবাইকে জানান।
গত বুধবারে করা টুইট পোষ্টে স্যাম লেখেন, তিন সপ্তাহেরও বেশি হয়ে গেল, গুগ্ল আমায় ২ লক্ষ ৪৯ হাজার মার্কিন ডলার পাঠিয়েছে। কোনও কি উপায় রয়েছে গুগ্লের সঙ্গে যোগাযোগ করার? সেই সঙ্গে তিনিও এ-ও লেখেন যে, যদি টাকা ফেরত চান, তাতে কোনও সমস্যা নেই।
It’s been a little over 3 weeks since Google randomly sent me $249,999 and I still haven’t heard anything on the support ticket. Is there any way we could get in touch @Google?
(it’s OK if you don’t want it back…) pic.twitter.com/t6f7v5erli
— Sam Curry (@samwcyo) September 14, 2022
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, স্যাম বিভিন্ন কম্পানির জন্য ‘বাগ হান্টার’ এর কাজ করেন। বড় বড় কম্পানির সফটওয়্যারে ত্রুটি বের করে সেগুলো ফিক্সড করেন তিনি। এবং অতীতে গুগলের জন্যও কাজ করেছিলেন স্যাম। হতে পারে ভুল করে গুগল তার ব্যাংক একাউন্টে এতো টাকা পাঠিয়ে দিয়েছেন।
এ টাকা দ্রুত ফিরিয়ে দিতে চান স্যাম। এজন্য তিনি গুগলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন তাদের এ ভুলের ব্যপারে জানানোর জন্য। কিন্তু গুগলের সাথে এখনো পর্যন্ত যোগাযোগ করা যায়নি বলে এ টাকা একটি টেক্সট ফ্রি একাউন্ট রেখে দিয়েছেন স্যাম।
এই কাণ্ড প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে গুগ্ল। সংস্থার মুখপাত্র নিজেদের ভুল স্বীকার করে বলেন, হ্যা! ভুল করে ওই যুবকের ব্যাংক একাউন্টে ২ কোটি পাঠানো হয়েছে। পাশাপাশি স্যামের সততা দেখে তাকে সাধুবাদ জানায় গুগল। এ টাকা খুব শীঘ্রই ফিরিয়ে নেয়া হবে বলে জানান সংস্থার মুখপাত্র।