Yogi: প্রাপকের নাম-ঠিকানা দিয়ে লেখা ৩ কোটি মানুষের বাড়িতে চিঠি পাঠাবেন যোগী আদিত্যনাথ! কিসের চিঠি? কি লেখা আছে তাতে?

Yogi Adityanath is sending letters to the homes of 3 crore people

#উত্তর প্রদেশঃ স্পষ্ট করে লেখা থাকবে প্রাপকের নাম। লেখা থাকবে প্রাপকের সম্পুর্ন ঠিকানা। প্রায় ৩ কোটি মানুষের বাড়িতে বাড়িতে এভাবেই চিঠি পাঠাতে চলেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) শুধু তাই নয়, যোগীর তরফ থেকে যে চিঠি পাঠানো হবে সেই চিঠির নাম করণ করা হয়েছে ‘যোগী কি পাতি’ নামে। 

কিসের চিঠি পাঠাবেন যোগী? কি লেখা থাকবে সেই চিঠিতে? জানা গেছে, আগামী ১৫ আগষ্ট (August) হচ্ছে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। আর এই মহা দিনটিকে কেন্দ্র করেই ৩ কোটি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে শুভেচ্ছা ভরা সেই চিঠি। শুধু তাই নয়, বিরল এ মুহুর্তের আগে এক বছর ধরে দেশে চলছে আজাদি কি অমৃত মহোৎসব। তাই এ দিনটিতে দেশের কোনোয় কোনায় পালিত হবে নানান অনুষ্ঠান।

সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, যোগীর তরফ থেকে যে চিঠি পাঠানো হবে তাতে লেখা থাকবে আজাদি কি অমৃত মহোৎসবের বিষয়ে এবং লেখা থাকবে হর ঘর তিরঙ্গা লাগানোর কথা। ফলে এ চিঠির মাধ্যমে স্বাধীনতার গুরুত্ব বুঝবে মানুষ। জানা গেছে, ইতিমধ্যেই যোগী আদিত্যনাথের তরফ থেকে যোগী কি পাতি নামে সেই চিঠি পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে উত্তর প্রদেশের মানুষ।
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment