Friday, November 22, 2024

Madhya Pradesh: নদীতে স্নান করার জন্য নামতেই বিপত্তি! ৮ বছরের শিশুকে তার মা-বাবার সামনেই গিলে খেল কুমির

The crocodile swallows an eight-year-old child when he goes down to the river to bathe

#নিউজ ডেস্কঃ স্নান করতে নদীর জলে নামতেই বিপত্তি! ৮ বছরের ছোট্ট শিশুকে তার বাবা-মার সামনে থেকে টেনে নিয়ে গিয়ে গিলে খেল কুমির। ঘটনাটি ঘটেছে, সোমবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) চম্বল নদীতে। ঘটনায় দুঃখের ছাড়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, শিশুটিকে গিলে ফেলতে দেখে তৎক্ষণাৎ গ্রামবাসীদের খবর দেন শিশুটির মা-বাবা। এরপরেই বাঁশ ও লাঠিসোটা নিয়ে ছুটে আসেন তাঁরা। এরপর নদীর জলে নেমে তারা সেই কুমিরটিকে খুঁজে বের করে পাড়ে তুলে নিয়ে আসেন। এদিকে খবর পৌঁছায় পুলিশ (Police) ও বনদফতরের কাছে। গিলে ফেলা শিশুটিকে কুমিরের পেট থেকে বেড় করতে হবে এই দাবিতে সরব হন সকলে। যদিও গ্রামবাসীদের হাত থেকে ধৃত কুমিরটিকে উদ্ধারের চেষ্টা করেন বনকর্মীরা।

ঘটনায় শিশুটির মা-বাবা জানিয়েছেন, তার সন্তানকে ততক্ষন না পর্যন্ত কুমিরের পেট থেকে উদ্ধার করা হচ্ছে তারা কিছুতেই কুমিরটিকে নিয়ে যেতে দেবেন না। তাদের মতে, সঠিক সময়ে কুমিরের পেট থেকে শিশুটিকে উদ্ধার করা গেলে সে হয়তো বেঁচে যেতে পারে। রঘুনাথ থানার পুলিশ সুপার শ্যাম বীর সিং (Shyam Bir Singh) জানিয়েছেন, ঘটনাটি খুবই দুঃখজনক। শিশুটি নদীতে স্নান করার জন্য নামতেই মা-বাবার সামনে কুমিরটি গিলে ফেলে তাকে। বীর সিং আরও বলেন, এ ঘটনা জানাজানি হলে গ্রামবাসীরা সেই কুমিরটিকে ধরে পাড়ে নিয়ে আসেন।

উল্লেখ, শিশুটি বেঁচে আছে না মারা গিয়েছে এবিষয়ে কোন খবর নেই।
আপনার জন্য
WhatsApp Logo