#নিউজ ডেস্কঃ ১ লাখ কিংবা ২ লাখ নয়। বরং একই নম্বর (Lottary number) ব্যবহার করে লটারিতে ৩০ হাজার ৯৪৬ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকা) জিতেছেন এক মহিলা। এতো বিপুল পরিমাণে অর্থ জিতে যদিও নিজের নাম প্রকাশে অনিহা জানিয়েছেন ওই মহিলা। কিন্তু জানা যায়, যুক্তরাষ্ট্রের (United States) মেরিল্যান্ডের হায়াটসভিল শহরের বাসিন্দা তিনি। আর সেই শহরেই অনুষ্ঠিত হওয়া এক অনলাইন প্রতিযোগিতায় লটারি কাটেন তিনি।
ডেইলি মেইলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, হায়াটসভিল শহরে অনুষ্ঠিত মেরিল্যান্ড লটারি রেস ট্র্যাক (Maryland Lottery Race Track) নামক এক ভার্চুয়াল ঘোড়া রেসিং গেমে রাত ৯ টার দিকে লটারিতে এতো বিপুল পরিমাণের অর্থ জিতে নেন ওই মহিলা। প্রথমে তো এতো বিশাল পরিমাণে অর্থ জিতে ওই মহিলা তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু লটারিতে জেতা সেই ৫০ লাখ টাকা হাতে পেয়ে পরে ঠিকই লাফিয়ে উঠেন তিনি।
কিন্তু একই নম্বর ব্যবহার করে দুবার লটারি (Lottary) জেতা কীভাবে সম্ভব? এ বিষয়ে ওই মহিলা বলেন, ট্র্যাক ভার্চুয়াল ঘোড়া রেসিং গেমে একই ঘোড়ার দুটি বাজি রেখেছিলেন তিনি। আর এতেই তার ভাগ্যে খুলে যায়। ওই মহিলা জানিয়েছেন, লটারিতে তার পছন্দের নম্বর ছিল ১০,১১,১২। আর এই ৩ টি নাম্বারের মধ্যে থেকে ১ টি নাম্বার পুনরায় রিপিট মারে। ওই মহিলা আরও বলেন, সপ্তাহে ২ বার লটারির টিকিট কাটেন তিনি। তাই আজও মনে হল ভাগ্য পরীক্ষা করি।