Friday, November 22, 2024

Job: চাকরি খুঁজে হতাশ! তাই অফিসে অফিসে QR code লাগিয়ে এলেন যুবক, কী কাজ হবে এটা দিয়ে?

Latest-news-The-young-man-came-to-the-office-looking-for-a-job-with-a-QR-code

#নিউজ ডেস্কঃ উচ্চ শিক্ষার ডিগ্রী থাকার সত্তেও শত শত কাঠ খড় পুড়িয়ে বিভিন্ন অফিসে অফিসে চাকরির জন্য ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলেন এক যুবক। শেষমেষ কোন উপায় খুঁজে না পেয়ে প্রতিটি অফিসের সামনে বড় করে কিউআর কোড (QR code) টাঙিয়ে এলেন তিনি। ঘটনাটি ঘটেছে, যুক্তরাষ্ট্রে। জর্জ কোনিয়র্ক হল ওই যুবকের নাম।

দ্যা মিররের খবর অনুযায়ী, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট এডমন্ড কলেজে অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন কোনিয়র্ক। আর এই সুবাদে কোনও বিমা সংস্থা বা ব্যাঙ্কে কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলেন ওই যুবক। কিন্তু একের পর এক ব্যাঙ্ক (Bank) এবং বিমা সংস্থাকে নিজের সিভি (CV) পাঠালে তারা কেউই কোনিয়র্কার পাঠানো সেই সিভির উত্তর দেয়না। যদিও বা কেউ সিভির উত্তর দিয়েছেন, সেটাও বাতিল। 

কোনিয়র্ক জানিয়েছেন, এভাবে চাকরির জন্য অফিসে অফিসে ঘুরে এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়েন তিনি। এরপর মাথায় বুদ্ধি আসে বিভিন্ন অফিসে কিউআর কোড (QR code) লাগানোর। যুবকের মতে, তার লাগানো কিউআর কোডটি স্ক্যান করলেই তার সিভি এবং তার প্রোফাইল (profile) দেখতে পারবেন যে কেউ। এরফলে চাকরির জন্য কোন কম্পানিতে তাকে প্রয়োজন হলে তার সাথে অতি সহজে যোগাযোগ করতে পারবেন কম্পানির কর্তৃপক্ষরা। এভাবে বারবার আর তাকে অফিসে ছুটে যেতে হবে না।
আপনার জন্য
WhatsApp Logo