#নিউজ ডেস্কঃ রেকর্ড হারে মুদ্রাস্ফীতিতে জর্জরিত দেশ। তাই চলতি টাকার বদলে এবার সোনার মুদ্রা চালু করার কথা ভাবছে জিম্বাবুয়ের (Zimbabwe) সরকার। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে দেওয়া হয়েছে এ তথ্য। জানা যাচ্ছে, মুদ্রাস্ফীতি ঠেকাতেই নাকি এমন সিদ্ধান্ত। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জন মাঙ্গুদিয়া (Mangudia) সোমবার (Monday) এক বিবৃতিতে সোনার মুদ্রা গুলি ২৫ জুলাই থেকে বিক্রির জন্য উপলব্ধ করা হবে বলে জানান তিনি।
গার্ডিয়ানের একটি প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ডলার (US dollars) এবং অন্যান্য আরও বৈদেশিক মুদ্রার মতোই এই সোনার মুদ্রাগুলিও আন্তর্জাতিক মূল্যে এবং খরচের ভিত্তিতে বিক্রির জন্য তোলা হবে। এছাড়াও এই মুদ্রার মাধ্যমে স্থানীয় এবং আন্তর্জাতিক ব্যবসাও করা যেতে পারে। এজন্য ভিক্টোরিয়া ফলসের নামানুসারেই এ মুদ্রার নাম রাখা হয়েছে মোসি-ও-তুনিয়া (Mosi-o-Tunia)। যার মধ্যে থাকবে এক ট্রয় আউন্স সোনা।
জানা গিয়েছে, দেশটির ফিডেলিটি গোল্ড রিফাইনারি অরেক্স (Fidelity Gold Refinery Orex) এবং স্থানীয় ব্যাঙ্কগুলি বিক্রি করবে এই মুদ্রা গুলো। যদিও ৪ দশক আগে দক্ষিণ আফ্রিকার এই দেশটিতে মুদ্রাস্ফীতি এড়াতে প্রবীণ নেতা রবার্ট মুগা’কে (Robert Muga) তার শাসন আমলে এমনটিই করতে দেখা গিয়েছিল। আর তার চলার পথ অনুসরণ করে এবারেও অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে রাষ্ট্রপতি এমারসন (Emerson) এই সিদ্ধান্তে সিলমোহর দেন।