Saturday, September 7, 2024

তোশক কেটে তার ভিতরে লুকিয়েও শেষ রক্ষে হলো না, সীমান্ত পারাপারের চেষ্টাই হাতেনাতে গ্রেফতার দুই অভিবাসী যুবক

Two migrant youths arrested in Hatena for trying to cross the border
#নিউজ ডেস্কঃ তোশকের উপর মানুষ শুয়ে থাকে এটা একটি সাধারণ বিষয়। কিন্তু তোশক কেটে তার ভিতরে মানুষের শুয়ে থাকা এটা একটি বিস্ময়কর ঘটনা। তবে শুনতে অবিশ্বাস্য মনে হলেও স্পেনের সীমান্ত (Spain border)  পারাপারের জন্য দুই অভিবাসী যুবককে এমনি এক কান্ড ঘটাতে দেখা গিয়েছে।  স্প্যানিশ সিনেটর জন ইনারিতুরমন টুইটারে (Twitter) একটি ভিডিও সেয়ার এতথ্য নিশ্চিত করেন।

ইনারিতুরমনের সেয়ারকৃত সেই ভিডিওতে দেখা যায়, উত্তর আফ্রিকার (South Africa) উপকূল এবং মরক্কোর সীমান্ত (Morocco border) সংলগ্ন স্পেনের স্বায়ত্তশাসিত মেলিল্লা শহরের এক চেকপয়েন্টে (Checkpoint) নিরাপত্তাকর্মীদের তল্লাশির সময় একটি গাড়ির ওপরে থাকা প্লাস্টিক দিয়ে মোড়ানো দুটি তোষক দেখতে পান তাঁরা। এরপর সন্দেহ হওয়ায় সেই তোশক কাটতেই তার ভেতর থেকে কালো প্যান্ট ও সাদা টি-শার্ট পরা এক যুবক। এবং অপর তোশকটি থেকে কালো প্যান্ট ও নীল টি-শার্ট পরা আরেক যুবক বেরিয়ে আসেন। ওই দুই যুবক সাব-সাহারা অঞ্চলের বাসিন্দা বলে জানান ইনারিতুরমন।

এক প্রতিবেদনে বলা হয়, আটককৃত গাড়ির চালককে গ্রেফতার করার আগেই তিনি মরক্কোতে পালিয়ে যান। যদিও পরে অভিযান চালিয়ে জাজিম বহনকারী ওই গাড়ির চালককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এক সাক্ষাৎকারে ইনারিতুরমন জানিয়েছেন, তোশক থেকে বের হওয়া ওই দুই যুবক তাঁরা সুস্থই ছিলেন। তাই তাদের কোন চিকিত্‍সা সহায়তার প্রয়োজন পড়েনি। পরে তাদের পুলিশ ধরে নিয়ে যায়।

আপনার জন্য
WhatsApp Logo