#নিউজ ডেস্কঃ ভারতের অধিকাংশ মানুষই ভ্রমণের জন্য ট্রেন ব্যবহার করে থাকেন। ভারতীয় রেলকে বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক (Network) বলা হয়ে থাকে। এমন অবস্থায় ট্রেন ভ্রমণের সময় আপনিও হয়তো লক্ষ্য করেছেন, ট্রেনের বগির শেষে এই ‘X’ চিহ্নটিকে বিশেষ করে লাল গোলা ও দূরপাল্লা ট্রেন গুলিতে বেশি দেখা যায় এই চিহ্ন। আসলে এই চিহ্নের অর্থ কী?
রিপোর্ট অনুযায়ী, ট্রেনের বগির শেষে হলুদ রঙের X চিহ্নটি সাধারণত ভারতীয় রেল বোর্ডের নিয়ম অনুযায়ী ট্রেনের বগির শেষে মার্ক করা হয়। এই চিহ্নের অর্থ হল এই বগিটি ট্রেনের শেষ বগি। তবে X লেখা ছাড়াও ট্রেনের শেষ বগি বোঝানোর জন্য LVও লেখা থাকে। LV চিহ্নের অর্থ হল শেষ ট্রেন। অর্থাৎ কোন বগি যদি পুরো ট্রেনের বগি থেকে আলাদা হয়ে যায় সেটা বোঝার জন্য এই LV চিহ্ন ব্যবহার করা হয়। x চিহ্নটি যে কোন বগির শেষেই লাগানো থাকে। কিন্তু LV-এর অর্থ হল পুরো ট্রেনের শেষ বগি এটি।
এছাড়াও ট্রেনের বগির শেষে প্রতি ৫ সেকেন্ডে লাল আলো জ্বলতে থাকে। এর এই আলোর অর্থ হল, যদি ট্রেনের X লেখাটি কখনো কারো লক্ষ্যভ্রষ্ট হয় তখন এই আলোর মাধ্যমে বোঝা যায় যে এটিই ট্রেনের শেষ বগি। বিশেষ করে রাতের বেলায়।