Friday, November 22, 2024

হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ১৯৮ টি পাখি হসপিটালে ভর্তি

Flying bird

#নিউজ ডেস্কঃ দিল্লি ও তার সংলগ্ন অঞ্চলগুলোতে দহনশীল তাপমাত্রার ফলে হিটস্ট্রোকে আক্রান্ত ১৯৮ টি পাখি। আক্রান্ত পাখি গুলোকে গুরুগ্ৰামের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া যায়। এদিন গুরুগ্রামের দাতব্য পাখি হাসপাতালের চিকিত্‍সক রাজকুমার জানান, বেশ কিছু পাখিকে সুস্থ করে পরে তাদের ছেড়ে দেওয়া হয়। আরোও বেশ কিছু পাখি অসুস্থ অবস্থায় তাদের চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

এপ্রিলের (April) শেষ সাপ্তাহ থেকে তাপমাত্রার পারদ বাড়তে থাকে দেশের বিভিন্ন জায়গায়। ফলে তীব্র এই গরমে মানুষের যেমন কষ্ট হচ্ছে তেমনি পাখিদেরও খোল আকাশে উড়তে প্রচুর সমস্যা হচ্ছে। যার ফলে হিটস্ট্রোকে আক্রান্ত হাওয়ার প্রবণতা বাড়ছে পাখিদের। এখন পর্যন্ত ১৯৮ টি পাখিকে হসপিটালে ভর্তি করা হয়।

তবে, দিল্লি, হরিয়ানা,পাঞ্জাব সহ উত্তর প্রদেশের মতোন বিভিন্ন রাজ্যে তাপমাত্রা কমার পথে।
আপনার জন্য
WhatsApp Logo