#নিউজ ডেস্কঃ ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো। সোমবার (Monday) ২ মে (May) এই আগুন ছড়িয়ে পড়ে পাহাড়ি অঞ্চলে। ফলে অনেক ঘর-বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই অনেকে তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল হল এটি।
নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, স্থানীয়রা তাদের ঘর-বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। একই সাথে এই অঞ্চলটিতে একটি মানসিক হসপিটাল রয়েছে। খবর, সেখান থেকেও রোগিদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার কাজ চলছে দ্রুত গতিতে।। দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনবার জন্য।
দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, খরা এলাকা গুলোতে দাবানল কিছুতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এখন পর্যন্ত পুড়ছে ৪৮৭ বর্গ কিলোমিটার এলাকা। কর্তৃপক্ষের আশঙ্কা, এই দাবানল এতো সহজে নেভানো যাবে না। গত ৬ এপ্রিল (April) এলাকাটিতে দাবানলের উৎপত্তি।