#নিউজ ডেস্কঃ ভারতকে আবর্জনার স্তূপ এবং ভারতীয় মহিলাদের বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য (comment) করলেন মার্কিন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যামি ওয়াস্ক। সেই অধ্যাপকের দাবি, ভারতীয় ব্রাহ্মণ মহিলাদের নিয়ে অনেক সমস্যা।তারা নিজেদের সব থেকে ভালো মানুষ মনে করেন। এবং তাদের অদ্ভুত এক অহংকার রয়েছে। যা ছোটবেলা থেকেই তাদের শেখানো হয়।
অ্যামি ওয়াস্কের আরো দাবি, ভারতীয় মহিলারা মূলত ব্রাহ্মণ এবং তারা অভিজাত। যা ভারতকে আবর্জনার স্তূপে পরিনত করেছে। জানা যায়, আমেরিকার একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় প্রবাসীদের উদ্দেশ্য করে অ্যামি ওয়াস্ক (Amy Wask) একথা বলেন।
এদিকে সেই অধ্যাপকের এমন মন্তব্য বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। অনেকে আবার সেই অধ্যাপকের মানসিক স্থিতি নিয়েও প্রশ্ন করছেন। যেখানে অ্যামি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়ে কিভাবে এতো কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন কোন দেশের নাগরিকদের প্রতি। এমনকি কেউ কেউ আবার সেই অধ্যাপকের বিশ্ববিদ্যালয়ে কোন ছাত্রকে ভর্তি না হবারও আহবান জানান।