Saturday, September 7, 2024

পেট্রোলের দাম বাড়বে ২৭৫ টাকা, অঙ্ক কষে কষে বোঝালেন অখিলেশ যাদব

Petrol-price-will-go-up-by-Rupee-275-Akhilesh-Yadav-said

#নিউজ ডেস্কঃ পেট্রোপণ্যের দাম প্রতিনিয়তই বাড়ছে। যদি এই ভাবেই দাম বৃদ্ধি পেতে থাকে তাহলে গুজরাট (Gujarat) এবং হিমাচল প্রদেশের (Himachal Pradesh) বিধানসভা নির্বাচনে পেট্রোলের দাম কোথায় গিয়ে পৌঁছবে তার একটি পাকাপোক্ত অংকের হিসাব দিলেন সমাজবাদী পার্টির মূখ্য নেতা অখিলেশ যাদব

অখিলেশ বলেন, যদি পেট্রোলের দাম প্রতিদিন ৮০ পয়সা করে প্রতিলিটার বাড়তে থাকে। তাহলে গুজরাট এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে তার দাম পৌঁছাবে ২৭০ টাকা প্রতি লিটার।
শনিবার (Saturday) এক বিবৃতিতে অখিলেশ যাদব (Akhilesh Yadav) বলেন, মানুষ বলছেন যদি পেট্রোলের দাম প্রতিদিন ৮০ পয়সা বা বর্তমান হারে প্রতিমাসে ২৪ টাকা করে বাড়তে থাকে তাহলে নভেম্বর (November) এবং ডিসেম্বরের (December) পরবর্তী নির্বাচনের সময় এটির দাম হবে ১৭৫ টাকা। এবং এখন প্রতিলিটার ১০০ টাকায় বিক্রি হওয়া পেট্রোলের দাম তখন হবে ২৭৫ টাকা। অখিলেশ বলেন, এটাই হল মূলত  বিজেপির (BJP) শাসনকালে মুদ্রাস্ফীতির অংক।

জানিয়ে দেই, দিল্লিতে (Delhi) পেট্রোলের দাম প্রতিলিটার এখন ১০৩.৪১ টাকা। যা আগে ছিল ১০২.৬১ টাকা। এবং ডিজেলের দাম প্রতিলিটার  ৯৩.৮৭ থেকে বেড়ে ৯৪.৬৭ টাকা হয়েছে। এবং এই হিসাব রাজ্য খুচরো ক্রেতাদের মূল্য বিজ্ঞপ্তি অনুসারে।

খবর সুত্রঃ, ওয়ান ইন্ডিয়া নিউজ।
আপনার জন্য
WhatsApp Logo