Friday, November 22, 2024

ইন্টারনেটে সংযোগ ছাড়া ইউটিউব দেখার উপায়

Way to watch YouTube without internet connection

#নিউজ ডেস্কঃ বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট হলো ইউটিউব। এখানে রোজ নতুন নতুন কন্টেন্ট আপলোড করে অনেকেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন। আবার অনেকেই দিনের অধিকাংশ সময় ব্যায় করে আপলোড হওয়া সেই কন্টেন্ট গুলি দেখে থাকেন। 

সাধারণ ব্যপার। ইউটিউবে আপলোড হাওয়া কন্টেন্ট গুলো দেখতে হলে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকা প্রয়োজন। তবে অধিকাংশ সময়ই ইন্টারনেটের গতি স্লো (Slow) হবার দরুন আমারা মন পছন্দসই সেই ভিডিও (video) গুলো দেখতে পারি না! তবে চিন্তা মুক্ত থাকুন। কারণ আজ থেকে কোন অতিরিক্ত এপ্লিকেশন ছাড়াই। আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা (user) ইউটিউবের অফিশিয়াল পেজ থেকে বিনা ইন্টারনেট ছাড়াই ইউটিউব দেখতে পারবে।
 
|কিভাবে ইন্টারনেট ছাড়া ইউটিউব দেখবে? 

  • প্রথমে নিজের ফোন থেকে YouTube অ্যাপসটি খুলুন।
  • এরপর হোম পেজে গিয়ে ডান দিকের উপরে থাকা সার্চ আইকনে Click করুন।
  • এরপর যেই ভিডিওটি অফলাইনে দেখতে চান সেটি সার্চ করে চয়েস করুন।
  • এরপর ভিডিওটির Download অপশনে click করুন। 
  • এরপর ভিডিওটির কোয়ালিটি বেছে নিন।
  • এবার Ofline এ YouTube এর হোমপেজ থেকে Download অপশনে click করতেই ভিডিওটি দেখতে পারবেন।

#আরো পড়ুনঃ মেয়েদের ৭০০ টি অন্তর্বাস চুরি! অবশেষে হাতেনাতে ধরা পড়লো কুখ্যাত চোর

আপনার জন্য
WhatsApp Logo