Saturday, September 7, 2024

স্কুলে ঢুকতে হলে পড়ুয়াদের সঙ্গে করে বাইবেল আনার নির্দেশ দিল স্কুল কর্তৃপক্ষ

The school authorities instructed the students to bring the Bible with them when they entered the school

#নিউজ ডেস্কঃ স্কুলে ঢুকতে হলে পড়ুয়াদের সঙ্গে করে বাইবেল আনার নির্দেশ দিল বেঙ্গালুরুর (Bangalore) একটি স্কুল কর্তৃপক্ষ। দেশে হিজাব বিতর্কের রেশ কাটতে না কাটতেই এই ঘোষণা করে বেঙ্গালুরুর ক্লিয়ারেন্স নামক এই স্কুলটি। ইতিমধ্যেই তারা অভিভাবকদের কাছ থেকে কোনো লিখিত আনতে হবে এই নির্দেশিকার ব্যাপারে কোনও আপত্তি নেই বলে জানায়।

এদিকে স্কুলের তরফ থেকে এমন নির্দেশিকা জারি হওয়ার কারণে চারিদিকে তৈরি হয়েছে বিতর্ক। এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করতে দেখা গিয়েছে হিন্দু জনজাগ্রুত সমিতির সংগঠনকে। তারা জানায়, কোন অবস্থাতেই স্কুল পড়ুয়াদের উপর এই ধরনের নির্দেশিকা চাপিয়ে দেওয়া যায় না। স্কুলে সংখ্যালঘু খ্রিস্টান ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের ছাত্র-ছাত্রীরাও পড়াশুনা করে। ফলে এই নির্দেশনা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারকে খর্ব করে।

এদিকে স্কুলের সেই নির্দেশনায় বলা হয়েছে, সকালে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষদের জন্য বিশেষ প্রার্থনা সভা বসে। তাই বাইবেল আনতে বলা হয়েছে পড়ুয়াদের।

এই বিষয়ে হিন্দু জনজাগ্রুতি সমিতির মুখপাত্র মোহন গৌড়া (Mohan Gowda) জানিয়েছে, এই ধরনের নির্দেশিকা ভারতীয় সংবিধানের ২৫ এবং ৩০ ধারাকে লঙ্ঘন করছে।
আপনার জন্য
WhatsApp Logo