Friday, November 22, 2024

ধর্ষকের শাস্তি হিসেবে তার পুরুষাঙ্গ বিকল করে দেবার আইন আনতে চলেছে পেরু

The-government-of-Peru-is-trying-to-pass-a-historic-law

#নিউজ ডেস্কঃ রাসায়নিক প্রয়োগের মাধ্যমে একজন ধর্ষকের পুরুষাঙ্গ অকেজো করে দেওয়ার আইন আনতে চলেছে লাতিন আমেরিকার দেশ পেরু। বুধবার ২০ এপ্রিল (April) এই আইনটি পাশ করতে কংগ্রেসের কাছে পুর্ণ সমর্থন চাইলেন দেশটির প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো

এইদিন ঘোষণা মতে প্রেসিডেন্ট জানিয়েছেন, কোন ধর্ষণকারীর ধর্ষনের অভিযোগ প্রমাণিত হলে তার পুরুষাঙ্গ রাসায়নিক প্রয়োগের মাধ্যমে অকেজো করে ফেলা হবে। তবে এই আইনটি পাশ করতে গেলে পার্লামেন্টে বিরোধী দল গুলো ধর্ষণকারীর সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের জন্য আওয়াজ তুলতে পারে।

রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি দেশটির চিকলায়ো (Chiklayo) শহর থেকে ৩ বছরের একটি শিশুকে ধর্ষণের ঘটনা সামনে আসে। আর এরপরেই উত্তাল হয়ে উঠে দেশটির একাংশ। জানা যায়, অস্ত্রোপচারের পর এখনও হসপিটালে ভর্তি রয়েছে ওই শিশুটি। তবে পুলিশ এই ঘটনায় ১৩ এপ্রিল (April) ৪৮ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে। এবং গ্রেফতারের পর ওই ব্যক্তি ধর্ষণের কথা তার নিজ মুখেই স্বীকার করেন।
আপনার জন্য
WhatsApp Logo