#নিউজ ডেস্কঃ খুব বেশিদিন আগের ঘটনা নয়, নদীয়াতে (Nadia) দুই শিক্ষকের মারামারির ঘটনায় দেশ জুড়ে শুরু হয়েছিল সমালোচনা। এবার আরো একবার উত্তর ২৪ পরগনার (North 24 pargana)দেগঙ্গার বাজিতপুর SSK স্কুলে সেই রকমই একটি ঘটনা ঘটে।
এদিন শুক্রবার (Friday) প্রধান শিক্ষককের হাতে বেধড়ক চড় ঘুষি খায় অংকের শিক্ষক কার্তিক পাল। এমনকি তিনি মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে যান। আর এই দৃশ্য দেখে স্কুলের বাচ্চারা আতংকিত হয়ে ছোটাছুটি শুরু করে দেয় চারিদিকে।
তারপর কার্তিক পালকে হসপিটালে নিয়ে যাওয়া হলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আপাতত কার্তিক বাবুর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে বলে জানা যায়।
জানা যাচ্ছে, কার্তিক বাবু তার শরীর খারাপের জন্য হসপিটাল যাবেন বলে ছুটির আবেদন করেছিলেন প্রধান শিক্ষককের কাছে। কিন্তু প্রধান শিক্ষক তার ছুটির আবেদনটি বাতিল করে দেন। আর এরপরেই কার্তিক বাবু সোজা হেঁটে বেরিয়ে যান স্কুল থেকে। পরের দিন সকালে কার্তিক বাবু ফের স্কুলে আসলে প্রধান শিক্ষক জয়দেব পাল চড়াও হয় কার্তিক বাবুর উপরে।
লাথি ঘুষি চড় মেরে আহত করে দেন কার্তিক বাবুকে। তবে কেউ কেউ বলছেন, জয়দেব পাল নাকি কার্তিক পালের কাছে টাক পেতেন আর তার থেকেই এই ঝামেলার সুত্র পাত।
কিন্তু কারণ যাই হোক, দুই স্যারের মারপিটের ঘটনায় স্কুলের বাচ্চারা খুব ভয় পেয়েছে।
পরে অভিযুক্ত প্রধান শিক্ষককে পুলিশ (police) গ্রেফতার করে নিয়ে যায়।