#নিউজ ডেস্কঃ শরীরে একেবারে ৮৬৮ রকমের পোকার ট্যাটু এঁকে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন যুক্তরাষ্ট্রে বসবাসরত ২১ বছর বয়সী মাইকেল অ্যামোনিয়া (Michael Ammonia) নামে এক যুবক।
এই বিষয়ে গিনেজ কর্তৃপক্ষ বলেন, মাইকেলের গোটা শরীর জুড়ে লাল রাণী পিঁপড়ে, বিটল, ইয়ারউইগ সহ মথ ও বিভিন্ন পোকামাকড়ের ছবি আঁকান তিনি। যার সংখ্যা দাঁড়ায় ৮৬৮ ।
মাইকেলের গলা ও বুকের দিকে রয়েছে ১৪ ইঞ্চি মথের ট্যাটু। বাঁদিকের বাহুতে রয়েছে ৮৯ রকমের পিঁপড়ে। পেটের ডানদিকে রয়েছে ২৩ টি লাল পিপড়ের ট্যাটু। এছাড়াও তার বাইসেপ পর্যন্ত রয়েছে ৩৬ টি আরো পিপড়ে।
এখানেই শেষ নয়, মাইকেলের ডান চোখের উপরে রয়েছে ২.৫ ইঞ্চি লম্বা বিটল। ডান কানের নীচে রয়েছে ২.৫ ইঞ্চি ইয়ারউইগের ট্যাটু।
তবে এই বিষয়ে মাইকেল জানিয়েছেন, তিনি পোকা মাকড়কে খুবই ভয় পান। কিন্তু তার পরেও তিনি তার সারা গায়ে ৬৭৮ রকমারী পোকার ট্যাটু আঁকিয়েছেন। কারণ উল্লেখে মাইকেল বলেন, পোকামাকড়ের ভয় এড়াতেই তিনি তার শরীরে ট্যাটু করেন।
তবে মাইকেল এই প্রথম ব্যক্তি নন যিনি নিজের শরীরে ট্যাটু করিয়ে বিশ্ব রেকর্ড করেছেন। তার আগে আরো ৩ জন এই তালিকায় রয়েছে। ২০২১ সালের ৭ আগষ্ট (August) যুক্তরাষ্ট্রে বসবাসরত ব্যাক্সটার মিলসম তিনি তার শরীরে ৪০২ রকমের পতঙ্গের ট্যাটু করেন।
এছাড়াও ২০১৮ সালে জোশুয়া নামে এক ব্যক্তি(যুক্তরাষ্ট্র) ২৮১ রকমের পতঙ্গ ও ২০১২ সালে কানাডার এক ব্যক্তি রিক জনেস্ট তিনি ১৭৬ রকমের পতঙ্গের ট্যাটু করেন নিজের শরীরে।
#আরো পড়ুনঃ যমজ বোনের সঙ্গে বিয়ে যমজ ভাইয়ের!