Friday, October 18, 2024

Web Series: জাপানি ওয়েব সিরিজ দেখ বাড়ির ছাঁদ থেকে ঝাঁপ ছাত্রের

 

Watch Japanese web series of students jumping from the roof of the house

#বিস্তারিতঃ  অনলাইনে জাপানি ওয়েব সিরিজ (Web series)  দেখছিলো পঞ্চম শ্রেণীতে পড়া এক পড়ুয়া। সেখানে দেখানো হয়, এক হিরোকে ছাঁদ থেকে ঝাঁপ দেওয়া অবস্থায় তাকে বাঁচিয়ে নেয় সয়ং দেবদূত। তাই সেই ছিলেটিও ভাবছিলো সেও যদি ছাঁদ থেকে ঝাঁপ দেয় তাকেও দেবদূত এসে বাঁচিয়ে নেবে। আর যেমন ভাবা তেমনি তার কাজ, সোজা ১১ তলা একটি বিল্ডিং উপর থেকে ঝাঁপ দিয়ে বসে ওই পড়ুয়া।

ঘটনাটি ঘটেছে, পূর্ব কলকাতার (Kolkata) ফুলবাগান এলাকার ক্যানাল সার্কুলার রোডে। পরে আশঙ্কাজনক অবস্থায় ওই পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যায় সে।

জানা গিয়েছে, ওই পড়ুয়ার নাম বিরাজ পাচিসিয়া (Biraj Pachisia)। বয়স মাত্র ১২ বছর।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ঘটনায় বিরাজের মা জানিয়ে, স্কুল বন্ধ থাকার কারণে বিরাজ বাড়িতে অনলাইন (Online) ক্লাস করতো। এবং মাঝে মধ্যেই সে পড়া বাদে অনলাইনে ওয়েব সিরিজ (Web series) দেখতো। শনিবার (Saturday) সরস্বতী পূজোর দিন সবাই যখন কাজে ব্যস্ত ছিল, তখন বিরাজ সবার চোখ এড়িয়ে ১১ তলার একটা বিল্ডিং- এ উঠে সেখান থেকে এক ঝাঁপ মারে। তারপরই আওয়াজ শুনে ছুটে যান সবাই। এবং সেখানে গিয়ে  দেখেন রক্তাক্ত অবস্থায় সুইমিং পুলের পাশে পড়ে রয়েছে বিরাজ।

পুলিশ জানিয়েছে, তারা বিরাজের মোবাইল ফোনটি ঘেঁটে দেখছেন। এবং বিরাজের সমস্ত বন্ধু-বান্ধবদের সাথে কথা হয়েছে এই বিষয়ে। এই ধরনের কাজ যাতে আর অন্য কোন পড়ুয়া না করে সেই বিষয়ে সবাইকে সতর্ক করেছে পুলিশ।

#আরো পড়ুনঃ সাইক্লোনের তাণ্ডবের  মাদাগাস্কার, নিহত ১০


আপনার জন্য
WhatsApp Logo