Friday, October 18, 2024

পার্কের ভিতরে হীরের খনি!


#নিউজ ডেস্কঃ পার্কের ভিতর হীরের খনি। শুনতে অবাক লাগলেও কথাটা  সত্যি। যুক্তরাষ্ট্রের আরকানসাসের ক্রেটার ওফ ডায়মন্ড স্টেট (Crater of Diamond State of Arkansas)  নামক সেই পার্কে কেউ কখনো ঢুকলে মাটি খুঁড়ে সে পেয়ে যায় হীরে। এমনকি সেই পার্কে প্রবেশ করতে কোন সরকারী অনুমোদনেরও প্রয়োজন হয় না। যে কেউ টিকিট কেটে ঢুকতে পারে সেই পার্কে। বিশ্বব্যাপী ডায়মন্ড স্টেট পার্ক নামেও পরিচিত এই পার্ক।

জানা গেছে,  আরকানসাসের পাইক কাউন্টিত মারফ্রিজবোরো (Murfreesboro) শহরে প্রায় ৯৯১ একর জমির উপর গড়ে উঠেছে  পার্কটি। যার মধ্যে ৩৮ একর জুড়ে শুধুই হীরের খনি।  দর্শনার্থীরা সেই পার্কে গিয়ে তারা মাটি খুঁড়ে বের করেন সেই  হীরে। কিন্তু সবাই সৌভাগ্যবান হয়না, প্রতিদিন অন্তত ২ টি হীরে খুঁজে পায় দর্শনার্থীরা।

এখানেই শেষ নয়, পার্কের ভিতর হীরের খনি কোন সাধারণ খনি নয়। বরং প্রাকৃতিকভাবে পাইপের আকৃতির গর্তের মতোন। সাড়ে ৯ কোটি বছর আগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে তৈরি হয়েছিল ওই পাইপ আকৃতির গর্ত গুলি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এবং ১৯৭০ সালে পার্কটির মালিকানা ছিল হাডলসটান (Huddleston) নামে এক ব্যক্তি। তখন থেকেই মূলত হীরা খননের কাজ শুরু হয় ওই পার্কে।  এবং ১৯৭২ সালে এটিকে স্টেট পার্কের মর্যাদা প্রদান করে আরকানসাস ডিপার্টমেন্ট অব পার্কস অ্যান্ড ট্যুরিজম(Arkansas Department of Parks and Tourism) । এরপর এক বিনিয়োগকারীকে ২৪৪ একর জমি বিক্রি করেন পার্কটির মালিক।

এরপরেই  জমির গুনগত মান পরীক্ষা করায় জমির নতুন মালিক। এবং সেখান থেকে প্রচুর হীরে খুঁজে পাওয়া যায়। এরপর ১৯৩২ সালে জমিতে হীরে পাওয়ার খবর ছড়িয়ে পড়ে মারফ্রিজবোরো(Murfreesboro) শহরে। পরবর্তী সময়ে উৎসুক জনতা ভিড় জমাতে থাকে ওই পার্কে। যা একসময় পর্যটন কেন্দ্র হয়ে উঠে। সবার কাছে।

#আরো পড়ুনঃ ২৩ বছর বয়সী মেয়েকে বিয়ে করলো ১৩ বছরের বালক! 

আপনার জন্য
WhatsApp Logo