Friday, October 18, 2024

সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ালেই দেওয়া হবে কঠিন সাজা, নতুন আইন সৌদি সরকারের

 Saudi Arabia: সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ালেই দেওয়া হবে কঠিন সাজা, নতুন আইন সৌদি সরকারের।

Saudi Arabia has strict rules
চিত্রঃ সংগৃহীত।

বিস্তারিতঃ  সোশ্যাল মিডিয়ায় কেউ ভুল তথ্য কিংবা গুজব ছড়ালে তার ৫ বছর পর্যন্ত জেল হেফাজত  এবং সাথে গুনতে হবে মোটা অংকের জরিমানা। মঙ্গলবার (Tuesday) ১৮ জানুয়ারি সৌদি সরকার এই রকমই একটি আইনের কথা ঘোষণা করেছেন।

জানা গিয়েছে, সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে (Riyadh) (১৮ জানুয়ারি) কে-পপ (K-Pop) ব্যান্ডের একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল। কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে হঠাৎই সেই শো বাতিল করার সিন্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই শো তে যোগদান করতে গিয়েছিল প্রায় কয়েক হাজার নারী পুরুষ। এবং সেখান থেকে ফেরার পথে যৌন হয়রানির শিকার হয় বহু সৌদি নারী। এবং এই নিয়ে গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়ায় (Social media)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বলা হচ্ছে, সেই কনসার্টে  নারীদের যৌন হয়রানির খবরটি ভুয়ো । আবার অনেকেই বলছেন সঠিক। এবং সেই পরিপ্রেক্ষিতেই সোশ্যাল মিডিয়া নিয়ে শক্ত হয় সৌদি সরকার। ঘোষণা করা হয় ভুয়ো তথ্য ছড়ালেই  হবে ৫ বছরের জেল। সাথে গুনতে হবে মোটা অংকের জরিমানাও।

আরো পড়ুনঃ সময় মতোন স্কুলে না আসায় প্রধান শিক্ষককে দড়ি দিয়ে বেঁধে রাখলেন অভিভাবকেরা!


আপনার জন্য
WhatsApp Logo