Heart disease: সুন্দরী মেয়েদের প্রেমে পড়লে হতে পারে হার্টের অসুখ বলছেন গবেষকরা!
চিত্রঃ সংগৃহীত। |
বিস্তারিতঃ রাস্তায় কোন সুন্দরী যুবতী দেখলেই অধিকাংশ যুবকের হৃদয় উথাল পাতাল হয়ে যায়। আবার বুকের ভিতরটা যেন কেমন চিনচিন করে উঠে। কিন্তু সাবধান! এতেই কিন্তু আপনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।
সম্প্রতি স্পেনের (Spain) একটি গবেষণায় উঠে এসেছে যে ,আমরা যখন সিনেমাতে কিংবা রাস্তায় চলার পথে কোন সুন্দরী রমনীর সম্মুক্ষিন হই তখন অধিকাংশ যুবকের হৃদয়ই ধড়পর শুরু করে দেয়! আর তাতেই ঘটতে পারে বিপদ। হার্ট অ্যাটাক হতে পারে আপনার।
স্পেনের বার্সেলনা (Barcelona) বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী বহু বছর ধরে এই নিয়ে গবেষণা করে এসেছেন। গবেষণার শেষে তারা জানিয়েছেন, সুন্দরী মেয়েদের সাথে কথা বার্তা কিংবা সুন্দরী মেয়ে দেখলেই অধিকাংশ যুবকের মানসিক চাপ বেড়ে যায়। তাঁরা ঠিক মতন কথাও বলতে পারেন না। ফলে মানসিক চাপ থেকে হৃদরোগে আক্রান্ত হবার ঝুঁকি থেকে যাচ্ছে।
স্পেনের ওই গবেষকদের দাবি, তারা গত ৯ বছর ধরে ৮৪ জন পুরুষ স্বেচ্ছাসেবকের উপর এই গবেষণা চালিয়েছিলেন। গবেষণায় দেখা গেছে, সুন্দরী মেয়েরা কাছে এসে ৫ মিনিট বসলেই পুরুষ হৃদপিন্ডের স্পন্দনের গতি কয়েকগুণ বেড়ে যায়। এবং পুরুষ শরীরে এক বিশেষ হরমোন ক্ষরিত হয়। যার নাম কোর্ট্রিসল (Cortisol) হরমোন। এই হরমোন অধিক ক্ষরণে পুরুষের মস্তিষ্কে মানসিক চাপ সৃষ্টি হয়। বাড়ে হৃদরোগে আক্রান্ত হবার ঝুঁকি পাশাপাশি রয়েছে ডায়াবেটিস হবার সম্ভাবনাও।
তাই সুন্দরী রমনী দেখলেই নিজের মনটাকে একটু কাবুতে রাখার চেষ্টা করবেন।