নিউজ ডেস্কঃ ভ্যাকসিন সার্টিফিকেটে থাকছে না আর মোদীর ছবি!
চিত্রঃ সংগৃহীত । |
বিস্তারিতঃ ভ্যাকসিন সার্টিফিকেট হাতে পেলেই তাতে দেখা মিলে মোদীর ছবি। কিন্তু এখন থেকে আর এই ছবি থাকছে না। জানালো কেন্দ্র।
জানা গিয়েছে, আপাতত ৫ টি রাজ্যে এই ভ্যাকসিন সার্টিফিকেটে (certificate) থাকছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ছবি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী তার ছবি ভ্যাকসিন সার্টিফিকেটের উপর থেকে সরিয়ে নিচ্ছে।
জানিয়ে রাখি, আগামী ১০ ই ফেব্রুয়ারি (February) উওর প্রদেশ, গোয়া, পাঞ্জাব, মনিপুর ও উত্তরাখণ্ড এই ৫ টি রাজ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছে। এবং ভোট চলবে আগামী ৭ ই মার্চ (March) পর্যন্ত।
সুত্রঃ বলছে, উক্ত ৫ টি রাজ্য ভ্যাকসিন দিতে আসা নাগরিকরা এখন থেকে আর হাতে পাবে না মোদীর ছবি যুক্ত সার্টিফিকেট। এবং এর জন্য COWIN পোর্টালে একটি বিশেষ ফিল্টার (Filter) বসানো হয়েছে। বলা হচ্ছে করোনা (corana) বিধিনিষেধের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত কেন্দ্রের।
গতবছর এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছিল। তখনও এই ভ্যাকসিন সার্টিফিকেটে মোদীর (Modi) ছবি নিয়ে শুরু হয়েছিল নানান বিতর্ক। বিরোধী দলগুলোর দাবি ছিল, সার্টিফিকেট মোদীর ছবি থাকলে ভোট দাতাদের উপর তার প্রভাব পড়বে।
কংগ্রেসের (Congress) দাবি ছিল, দেশের জনগণদের ভ্যাকসিন প্রদান করার মাধ্যমে নরেন্দ্র মোদী তার পরিচয় তুলে ধরতে চাইছেন। তাই এ বারে ভোট প্রক্রিয়ায় বিতর্ক এড়াতে প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্ত। খবর সুত্র।
আরো পড়ুনঃ নৌকার উপর ভেঙে পড়লো পাহাড় মৃত কমপক্ষে ৫