Selfie: নিজের সেলফি ফটো বিক্রি করলেন সাড়ে ৮ কোটি টাকায়!
চিত্রঃসংগৃহীত। |
বিস্তারিতঃ সেলফি তুলতে ভালোবাসতেন তরুণী। ভেবেছিলেন তার তোলা সেলফি গুলো দিয়ে তিনি টাইম ল্যাপস ভিডিও তৈরি করবেন। কিন্তু এই সেলফিই ভাগ্য খুলে দিল তরুণীর। সেলফি বিক্রি হল সাড়ে ৮ কোটি টাকায়।
এএফপির খবর অনুযায়ী, ইন্দোনেশিয়ায় বসবাসরত গুপতাহ আল (Guptah Al) নামে এক কলেজ ছাত্রীর সেলফি বিক্রি হয় সেরা দামে। ঐ তরুণী একটি অনলাইন (online) সংস্থার টোকেনের (ANFT) মাধ্যমে নিজের তোলা সেলফি (selfie) গুলো বিক্রি করেছিলেন। যার দাম স্বরুপ তিনি পেয়েছিলেন ১০ লাখ মার্কিন ডলারেরও বেশি। যা ভারতীয় মুদ্রায় হিসাব করলে দাঁড়ায় সাড়ে ৮ কোটি টাকা।
এই বিষয়ে গুপতাহ জানান, তিনি ইন্দোনেশিয়ার সেমারাং (Semarang) শহরে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশুনা করেন। তিনি গত ৫ বছর ধরে নিজের সেলফি ফটো তুলে আসছেন। ইচ্ছে ছিল গ্রাজুয়েশন শেষ করে ওই সেলফি ফটোগুলো দিয়ে তিনি টাইমল্যাপস (Time lapses) ভিডিও তৈরি করবেন।
কিন্তু তার এই সিদ্ধান্তের বদল আসে ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) সম্পর্কে জানার পর। গুপতাহ সিদ্ধান্ত নেন তিনি তার সেলফি গুলো ANFT এর কাছে বিক্রি করবেন। প্রথমে তার কথা শুনে কেউই তাকে পাত্তা দেয়নি! কিন্তু যখন তার ৩১৭ টা সেলফি ১০ লাখ মার্কিন ডলারে বিক্রি হল তা শুনে সবাই হতবাক হয়ে যায়। এবং তার এই খবর ছড়িয়ে পড়তে থাকে নানান দিকে।
গুপতাহ জানান, সেলফি বিক্রি হওয়া টাকা গুলো দিয়ে তিনি নিজের একটা স্টুডিও খুলবেন। তবে তিনি তার পড়াশুনা চালিয়ে যাবেন বলে জানান গুপতাহ।
আরো পড়ুনঃ মেয়ে হয়তো আবারো বেঁচে উঠবে সেই আশাতেই দুই মাস ধরে মেয়ের মৃতদেহকে আগলে রাখলেন মা-বাবা