Punishment: সময় মতোন স্কুলে না আসায় প্রধান শিক্ষককে দড়ি দিয়ে বেঁধে রাখলেন অভিভাবকেরা!
চিত্রঃ সংগৃহীত। |
বিস্তারিতঃ সময় মতোন স্কুলে না আসাতে প্রধান শিক্ষক তাকে শাস্তি স্বরুপ খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখলেন অভিভাবকেরা। অভিযুক্ত শিক্ষককের নাম বিপ্লব গঙ্গোপাধ্যায়। রাজ্য পুরুলিয়া জেলার পুস্তি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনাটা এটি।
অভিভাবকদের দাবি, তিনি সময় মতোন স্কুলে আসতেন না। কোন প্রয়োজনে ওই শিক্ষকের কক্ষে গেলেও সেখানে পাওয়া যেত না তাকে। এছাড়াও মিড-ডে-মিল এ ছাত্র-ছাত্রীদের নিম্নমানের খাবার দেওয়ারও অভিযোগ ওঠে বিপ্লব গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিভাবকরা জানান, ওই শিক্ষকের স্বভাব বদলাতে তারা হাজারো উপায়ে চেষ্টা চালিয়েছেন, কিন্তু ফল মেলেনি তাতে। পরে বাধ্য হয়ে তারা অভিযোগ জানায় স্কুল শিক্ষা পর্ষদে। কিন্তু এতেও ফল না মেলায় ওই প্রধান শিক্ষককে খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখে অভিভাবকেরা।
এই নিয়ে স্থানীয়রা জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও দুটো প্রতিষ্ঠানের একাধিক অভিযোগ ছিল। এমনকি তাকে শাস্তি স্বরূপ বদলিও করা হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু এর পরেও তার স্বভাবে কোন পরিবর্তন আসেনা।
তবে আদালত বিপ্লব গঙ্গোপাধ্যায়ের পক্ষে রায় ঘোষণা করলেও পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা দফতর এই নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছ। এবং খুব শীঘ্রই ওই প্রধান শিক্ষককে তলব করা হবে বলে জানায় তারা। সুত্রের খবর।
আরো পড়ুনঃ আকাশে উড়ছে হরিণ! কি অবাক কান্ড! রইলো ভিডিও