#বিস্তারিতঃ মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর স্বপ্ন দেখেছিলেন চেন্নাইয়ে বসবাসরত রজনীত কুমার। কিন্তু টাকার অভাবে তার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। গাড়ি চালিয়ে মাসে যা আয় করতেন তাতে সংসার টুকুই চালানো সম্ভব হত। ইংলিশ মিডিয়ামে পড়ার জন্য অনেক টাকার দরকার রজনীত তা জানতেন।
তাই কোন উপায়ন্ত খুঁজে না পেয়ে সিদ্ধান্ত নিলেন একটি ATM মেসিন লুট করবেন তিনি। আর যেমন কথা তেমনি তার কাজ, চেন্নাইয়ের চেটপেট অঞ্চলের হ্যারিকটন রোডে স্টেট ব্যাংকের (SBI) একটি এটিএম মেশিন ভাঙ্গার সিদ্ধান্ত নেন রজনীত। কিন্তু এটিএমে ঢুকে মেসিন ভাঙার চেষ্টা করতেই সঙ্গে সঙ্গে অ্যালার্ম ক্লক বেজে উঠে। আর তার কিছুক্ষণ বাদেই পুলিশ এসে তাকে ধরে যায়।
জানা গিয়েছে, রজনীতের পাঁচ বছরের একটি মেয়ে এবং তিন বছরের একটি ছেলে রয়েছে। মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করার জন্যই রজনীত এই এটিএম ভাঙ্গার পরিকল্পনা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। শেষ পর্যায়ে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
আরো পড়ুনঃ আলমারি গুছিয়ে মাসে আয় করেন ৫০ হাজার টাকা