Beetle: কোটি কোটি গুবরে পোকার দখলে আর্জেন্টিনার শহর!
চিত্রঃ সংগৃহীত। |
বিস্তারিতঃ কোটি কোটি গুবরে পোকায় ছেয়ে গেছে আর্জেন্টিনার সান্টা ইসাবছলের (Isabchal) রাস্তা ঘাট সহ একাধিক বাড়ি ঘর। বিশেষজ্ঞদের দাবি, চলতি বছরে অতিরিক্ত বৃষ্টিপাত এবং উচ্চ তাপমাত্রার কারনেই এই কোটি কোটি গুবরে পোকার জন্ম।
শুধু তাই নয়, গুবরে পোকার দাপট এতোটাই বেড়েছে যে ওই শহরের স্থানীয় প্রশাসন শহরে ৩ দিনের জন্য আলোর পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ABC এর রিপোর্ট অনুসারে, লা–পামকা (La Pamka) প্রদেশের ওই শহরটিতে বাড়ি ঘর থেকে শুরু করে শহরের রাস্তা ঘাট এমনকি জল নিকাশি ড্রেন গুলোতেও দখলদারি নিয়েছে গুবরে পোকার দল।
শেষ পর্যন্ত স্থানীয় প্রশাসন বাধ্য হয়েই গোটা শহরে আলোর পরিষেবা বন্ধ রেখেছে ৩ দিনের জন্য।
তবে এতে সাফল্যও এসেছ বলে দাবি তাদের। শহরে আলোর পরিষেবা বন্ধ থাকায় ইতিমধ্যেই গুবরে পোকার বড় একটি অংশ সরে গিয়েছে বলে জানান তারা।
আরো পড়ুনঃ সুন্দরী মেয়েদের প্রেমে পড়লে হতে পারে হার্টের অসুখ বলছেন গবেষকরা!