Sunday, November 24, 2024

ঘুষের দায়ে সিবিআই এর’ হাতে গ্রেপ্তার ভারতীয় রেলের ১ আধিকারীক সহ আরো ৩ জন

 New Delhi: ঘুষের দায়ে সিবিআই এর হাতে গ্রেপ্তার ভারতীয় রেলের ১ আধিকারীক সহ আরো ৩ জন।


বিস্তারিত: মঙ্গলবার আসামের (Assam) গুহাটিতে (Guwahati) ১৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে CBI এর হাতে গ্রেপ্তার হল, ভারতীয় রেলের এক ডেপুটি চিফ তথা রঞ্জিত কুমার বোরাহ (Ranjit Kumar Borah) সহ আরো ৩ জন।


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অভিযুক্তদের মধ্যে চিন্তন জৈন (Chintan Jain) যিনি ছিলেন পাটনার সান শাইন প্রাইভেট লিমিটেড কম্পানির চেয়ারম্যান ও তাদের মধ্যে অন্য আরেকজন যার নাম নীলজ কুমার (Nilaj Kumar)  তিনি ছিলেন চিন্তন জৈনের সহকর্মী অ্যাসিস্ট্যান্ট। চিন্তন জৈনের বিরুদ্ধে মূলত অভিযোগ উঠে তিনি ও তার সহকর্মী মিলে রেলওয়ের উত্তর-পশ্চিম সীমান্তের কাছে একটি বৈদ্যুতিক খুঁটি নির্মাণের জন্য বেনামি একটি ফ্লাট নির্মাণ কোম্পানির সংস্থা থেকে  ২ কোটি টাকা ঘুষ হিসেবে চেয়েছিলেন। এমনকি এই ঘুষের টাকায় নাম জড়ায় রেলের ডেপুটি চিফ তথা রঞ্জিত কুমার বোরাহ বিরুদ্ধেও।


CBI এর দাবি অভিযুক্ত রঞ্জিত কুমার, চিন্তন জৈন এবং লীলজ কুমার  এর আগেও  মূলত অন্য আরেকটি বেসরকারি কম্পানি থেকে ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে।

কিন্তু CBI এর কাছে যথেষ্ট পরিমাণে পোক্ত প্রমাণ না থাকায় সে-বারে বেঁচে গিয়েছিল এই ৩ জন।

CBI জানায় এই বারে যখন ২ কোটি টাকার লেনদেন হচ্ছিল আমাদের কাছে যথেষ্ট ইনফর্মেশন  (Information) ছিল এই ৩ জনের বিষয়ে। তাই সুযোগ বুঝে টাকা লেনদেন হওয়ার ঠিক আগের মুহূর্তেই আমাদের হাতে ধরা পড়ে চিন্তন জৈন ও নীলজ কুমার।

CBI এর তরফে আরো জানানো হয় অভিযুক্ত ডেপুটি চিফ রঞ্জিত কুমার, চিন্তন জৈন এবং তার সহকর্মী নীলজ কুমারের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ এবং সরকারি সম্পত্তি নয়ছয় কারার জন্য তাদের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং বর্তমানে তারা CBI এর হেফাজতে রয়েছে।

 

আরো পড়ুন: সোশ্যাল মিডিয়ায় হাহা  রিয়াক্ট দেওয়ায় প্রতিবেশীর হাতে বেধড়ক মার খেল যুবক



আপনার জন্য
WhatsApp Logo