কলকাতা: পেট্রোল – ডিজেলের উপর ১ টাকাও কর কমাবো না : মমতা।
সম্প্রতি কেন্দ্র সরকার পেট্রোল ডিজেলের উপর অতিরিক্ত কর বা (value added tax) কিছুটা কমিয়ে এনেছে। এতে করে সাধারণ মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করা হলে তিনি পরিষ্কার ভাবে জানিয়ে দেন অন্যান্য রাজ্যে পেট্রোল-ডিজেলের উপর কর কমালেও এই রাজ্য এক টাকাও কর কমানো হবে না।
কারন হিসাবে তিনি বলেন কেন্দ্রর কাছ থেকে আমাদের এই রাজ্যে কোনো প্রকার অর্থনৈতিক সাহায্য পাঠানো হয় না। যেসব রাজ্যে BJP ক্ষমতায় আছে সেই সমস্ত রাজ্যগুলিতে কোন প্রকার বিপর্যয় ঘটলে কেন্দ্র ভুড়ি ভুড়ি করে টাকা পাঠায় কিন্তু এই রাজ্যের বেলায় কিছুই নেয়।
তিনি আরো জানান আমফানে রাজ্যের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্যও কেন্দ্রের কাছে সাহায্য চেয়েছিলাম কিন্তু পাই নি। এমনকি মি ডে মিল এর টাকাও কেন্দ্র আমাদের কাছে বকেয়া করে রেখেছে।
আমরা কেন্দ্রের কাছ থেকে কয়েকশ’কোটি টাকা পাই কিন্তু তারা কোন টাকা পাঠাচ্ছে না, যদি আমরাও তেলের উপর থেকে কিছু টাকা কর(ভ্যাট) কমিয়ে দেই তাহলে রাজ্য চলবে কি ভাব, আমাদের কয়েকশ’কোটি টাকা ক্ষতি হয়ে যাবে।
এই বিষয়ে নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কে প্রশ্ন করা হলে তিনি বলেন সমস্ত রাজ্যেই পেট্রোল ডিজেলের উপর থাকা বাড়তি শুল্ক কমিয়ে এনেছে আপনি কংগ্রেসের শাসিত অঞ্চল গুলিই দেখুন না ওখানেও কর কমানো হয়েছে, সমস্যা শুধু এই রাজ্যেই। তিনি আরো বলেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমশই বাড়ছিলো এখনো বাড়ছে, আপনি পাশের দেশ বাংলাদেশের দিকেই তাকান না ওখানেও তো তেলের অনেক দাম, আমাদের প্রধানমন্ত্রী কোন একটা রাজ্যের নয় তিনি পুরো ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তাই তিনি মানুষের কথা মাথায় রেখেই তেলের দাম কিছুটা কমিয়ে এনেছেন। এবং সামনের দিকে আরো কমবেন।
মমতা ব্যানার্জির উচিত মানুষ কথা একটু চিন্তা করা।